চরফ্যাশনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে ট্রাকে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা।
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি :
ভোলার চরফ্যাশন উপজেলার, আসলামপুর, চর মাদ্রাজ ও হাজারীগঞ্জ ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বয়ে যাওয়া মেঘনা নদীর প্রায় ৫/৬টি স্থান থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলেন প্রভাবশালীরা। কয়েক বছর ধরে টানা বালু তোলায় দুই পাশের ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ঝুঁকিতে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বসতবাড়ি ও বেরিবাদের পাশে থাকা অসহায় ভূমিহীন জনগোষ্ঠী সহ প্রায় ৩০হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেতুয়া, সামরাজ,খেজুর গাছিয়া সহ প্রায় ৫/৬টি স্থানে ড্রেজার দিয়ে বালু তোলা হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন হাজারীগঞ্জ ইউনিয়নের খেজুর গাছিয়া বাজার সংলগ্ন পূর্বপাশের মেঘনা নদী থেকে বিগত ২/৩ বছর বালু উত্তোলন করে ট্রাকে ট্রাকে বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালী শিপন পাটোয়ারী। যার ফলে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি এবং ঝুঁকিতে রয়েছে , শিক্ষাপ্রতিষ্ঠানসহ বসতবাড়ি ও বেরিবাদের পাশে থাকা অসহায় ভূমিহীন জনগোষ্ঠীসহ প্রায় ৩০হাজার মানুষ । প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি স্থানে অভিযান চালানো হলেও হাজারীগঞ্জ ইউনিয়ন চরফকিরা খেজুর কাচিয়া এলাকায় কখনো অভিযানের আঁচড় পড়েনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান, সেলিম হাওলাদার ও ইউপি সদস্য ইউসুফ সিকদার জানান এসব বিষয়ে অনেক আন্দোলন করেও কোন প্রতিকার হয়নি। বিগত দুই বছর শিপন পাটোয়ারীকে বাধা দিয়েও আমরা আটকাতে পারিনি এ বছরও আবার নদী থেকে বালু উঠানোর পাঁয়তারা দিচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন ।
অভিযুক্ত শিপন পাটোয়ারী এসব বিষয়ে কোন কথা না বলে উপজেলা চেয়ারম্যানের বরাত দিয়ে এড়িয়ে যান।