চরফ্যাশনে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও
বাহার পাটোয়ারী
চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি
ভোলা চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বাল্য বিয়ে বন্ধ করে দিলেন। বৃহম্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কার্যালয়ে মুসলেখা নিয়ে উভয় পক্ষকে ছেড়ে দেয়া হয়।
জানা যায়, শুক্রবার রাত ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সংবাদ আসে উপজেলার হাজারীগঞ্জ ৭নং ওয়ার্ডের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করা হয়। বর কায়ছর আহম্মেদের পালক ছেলে নুরনবীর বাড়ীতে।
তাৎক্ষণিক ইউএনও শশীভূষণ থানা পুলিশকে পাঠালে পুলিশ ঘটনা স্থল থেকে নুরনবী(২১)কে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১২টায় বর-কনের পরিবার ইউএনও অফিসে পুলিশ হাজির করেন। কনের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে পড়াতে পারবেনা মর্মে মুসলেখা রেখে ছেড়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, এলাকায় কোন বাল্য বিয়ে হতে পাবেনা। কেউ বাল্য বিয়ের আয়োজন করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।