দৈনিক ভোলা সময় নিউজ।
মো জাফর ইসলাম বিশেষ প্রতিনিধি:
চরফ্যাসন উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন।
৮ আগষ্ট রবিবার জেলা পরিষদের সভাকক্ষে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন তিনি বলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু সহধর্মিণী ছিলেন না ছিলেন সহযোদ্ধা ও কর্মপ্রেরণাদাএী। এই ত্যাগী নারী বঙ্গবন্ধু পরিবারের সব দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে বঙ্গবন্ধুকে জাতির সেবায় মনোনিবেশ করার সুযোগ করে দিয়েছিলেন। শুধু তা-ই নয়, রাজনীতির নানা দুঃসময়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বঙ্গবন্ধুকে দিয়েছিলেন গঠনমূলক পরামর্শ।এসময় অনুষ্ঠানে ৭ প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুকরী মুকরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চরফ্যাসন প্রেসক্লাব সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ প্রমখ।