
রুবেল আশরাফুল, চরফ্যাশন (ভোলা) :
গত ১৫জুন বুধবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ইং।
এই প্রথম টেপের মাধ্যমে শুরু হয়েছে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা। সপ্তাহব্যাপী জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চলবে আগামী ২১জুন ২০২২ পর্যন্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করবে। এ উপলক্ষে মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এরই ধারাবাহিকতায় চরফ্যাশন উপজেলা পরিসংখ্যান অফিসের আওতাধীন জোন ৬ও৮ এর হাজারীগঞ্জ, জাহানপুর, এওয়াজপুর, চরকলমি, উপকূলীয় এলাকায় দুর্গম চরাঞ্চলের জনশুমারি ও গৃহগণনা ২০২২ইং এর কাজ চলমান। এসব এলাকায় সুপারভাইজার ও গণনাকারীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও ঝড় বৃষ্টির মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে সার্বিক দেখাশোনা করেন জোনাল অফিসার দীবাকর চন্দ্র দাস ও মোবারক হোসেন। কার্যক্ষেত্রে ঝড় বৃষ্টির মধ্যেও মাঠ পর্যায়ে দেখা গেছে তাদের। এসব এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জোনাল অফিসার দীবাকর চন্দ্র দাস ও মোবারক হোসেন। গণনাকারী হাওলাদার শাহাবুদ্দিন জানান চরফ্যাশনে ভারী বৃষ্টির মধ্যেও সুপারভাইজার মাজহারুল ইসলাম মিন্টু হাওলাদার ও জোনাল অফিসার দিবাকর চন্দ্র দাস মাঠ পর্যায়ে এসে সার্বিক সহযোগিতা করেছেন।
চরফ্যাশন উপজেলা পরিসংখ্যান (ইউসিসি) পলাশ চন্দ্র দাস বলেন তারা কর্মদক্ষ ও পরিশ্রমী অফিসার এর পূর্বের কাজগুলোও ভালো ভাবে পরিচালনা করেছে।আমি আশা করি এবারের ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃণনা ২০২২ইং এর কাজ সুপারভাইজার ও গণনাকারিদেরকে দিয়ে সঠিক ও নির্ভুল তথ্য নিয়ে কাজ উঠিয়ে আনবে।
