
রুবেল আশরাফুল, চরফ্যাশন।
চরফ্যাসনের সদর ইউনিয়ন হলো জিন্নাগড় ইউনিয়ন। রবিবার (২৪ এপ্রিল) সকাল থেকে হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাউল বিতরন করেন বারবার নির্বাচিত সফল ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া, এই ইউনিয়নের প্রায় ১৫ শ ৮৮ জন গরীব মানুষেরা পেলেন এই ঈদে ভিজি এফ এর চাউল।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার হিসেবে মোঃ কামাল হোসেন, ইউপি মেম্বার ও সুবিধাভোগীরা।
সুবিধা ভোগীরা বলেন, ১০ কেজি চাউল পাইছি। আমাদের কে ১০ কেজির পরিবর্তে যদি ২০ কেজি করে চাউল দিলে কিছুদিন সংসার ভালো চলতো।
জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া জানান, আজ রোববার ও সোমবার এই দু দিনে আমার ইউনিয়নের দুস্থ গরীব অসহায় মানুষকে ঈদ ভিজিএফ ১০ কেজি করে চাউল দেয়া হবে। ঈদে কোন গরীব মানুষ যাতে চুলা বন্ধ,না থাকে সে জন্য এই গরীব মানুষের তালিকা করা হয়। সেই দরিদ্র মানুষ কে আজ এবং কাল এই দু’দিন ধরে চাউল দেয়া হবে। আজ রোববার সকাল ৭ টা থেকে চাউল দেয়া উদ্বোধন করা হলো।
