চরফ্যাশনে জমি বিক্রি না করায় প্রতিপক্ষের হামলায় আহত স্কুল শিক্ষিকা।

0
19

ভোলা সময় নিউজ।

মো জাফর ইসলাম ভোলা প্রতিনিধি:

চরফ্যাশনে জেসমিন বেগম নামে এক স্কুল শিক্ষিকার ক্রয়কৃত ও দখলীয় জমি বিক্রি না করায় প্রতিবেশী কামাল হোসেন ও ইয়াসমিন বেগম দম্পতি দেশীয় অস্ত্রশস্ত্রসহ অমানবিক নিষ্ঠুর ভাবে আঘাত করে কুপিয়ে জখম করেন।

অভিযোগ সুত্রে জানা যায়,২০১৪ইং সালে ৬১২৪ নং দলিলে জৈনিক লিয়াকত আলীর থেকে চরফ্যাশন পৌরসভা ২নং ওয়ার্ডের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্কুল শিক্ষিকা জেসমিন ১৬ শতাংশ ও কামাল হোসেন দম্পতি ৪৮ শতাংশ জমি ক্রয় করে।জমি ক্রয়ের পর থেকে জেসমিনকে তার ক্রয়কৃত ১৬শতাংশ জমি বিক্রির জন্য হুমকিসহ চাপ প্রয়োগ করতে থাকেন কামাল হোসেন দম্পতি।তার জেরে জমি বিক্রি না করায় জেসমিনকে বাড়িতে একা পেয়ে ২মে রবিবার সকালে হত্যা চেষ্টায় মেতে উঠে।জেসমিনের চিৎকার শুনে প্রতিবেশীরা জরো হয় অমানবিক ভাবে কুপিয়ে জখম করেন অতঃপর জেসমিনের চিৎকার শুনে প্রতিবেশীরা জরো হয়।বর্তমানে শিক্ষিকা চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পূর্ববর্তী খবরভোলায় হরিজন সম্প্রদায়ের মাঝে জেলা পুলিশের মানবিক সহায়তা বিতরণ।
পরবর্তী খবরভোলায় আলোচিত মাদক ব্যবসায়ী হানিফ ও তার সহযোগী শাহিন আটক।