চরফ্যাশনে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা।

0
4

চরফ্যাশনে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।

চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের স্বামীর বসত ঘর থেকে গতকাল শনিবার বিকেলে শারমিন (২১) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছেন চরফ্যাশন থানা পুলিশ। ওই গৃহবধুর স্বামীর নাম মো. সফিক । সে একই গ্রামের শাহজাহানের মেয়ে । এ ঘটনায় চরফ্যাশন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
চরফ্যাশন থানার এসআই সাইফুল ইসলাম জানান, ওই গৃহবধুর স্বজনদের অভিযোগ স্বামী সফিকসহ তার পরিবারের লোকেরা শারমিনকে হত্যার পর লাশ ঝুঁলিয়ে রেখেছে। তবে সুরতহাল রিপোর্টে শরীরের কোথায় আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য রোববার ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

গৃহবধুর চাচী জানান, তিনবছর আগে সফিকের সাথে শারমিনের বিয়ে হয়। মাইসা নামে তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের এক লাখ টাকার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ছিলো। এনিয়ে সফিক শারমিনকে প্রায়ই মারধর করতো । তার দাবী যৌতুকের জন্যই সফিক শারমিনকে স্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে

পূর্ববর্তী খবরচরফ্যাশনে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা।
পরবর্তী খবরচরফ্যাশনে জিন্নাগর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজি এফ এর চাউল বিতরণ।