
চরফ্যাশনের শশীভূষণ ১৮০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
১৮০ পিস ইয়াবাসহ রসুলপুর ৩নং ওয়ার্ডের জয়নাল মোল্লার ছেলে এনায়েত মোল্লা (৪০)কে আটক করেছে ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২৭ মার্চ দুপুর ২টায় শশীভূষণ বাজার থেকে তাকে আটক করে শশীভূষণ থানা হেফাজতে রাখে। এ ঘটনায় এনায়েত মোল্লাকে বিবাদী করে মামলা দায়ের করা হয়েছ। শশীভূষণ থানার মামলা নং ১৬।
শশীভূষণ থানা সূত্রে জানা যায়, অফিসার ইন চার্জ (তদন্ত ) আনোয়ার হোসেন এ বিষয়ে অবগত করেন এনায়েত মোল্লা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল হোসেন সংগীয় ফোর্স সহ তাকে আটক করে শশীভূষণ থানা হেফাজতে রাখে। সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
