
ভোলা সময় নিউজ।
নিউজ ডেক্স।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকের ধান কেটে দিল রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থনৈতিক সংকটে যখন কৃষক ধান কাটতে পারছিল না তখন পাশে দাঁড়ালো বাংলাদেশ ছাত্রলীগ।
আজ মঙ্গলবার (৩শরা মে) ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা ৩নং ওয়ার্ডের কৃষক শাজাহান গাছ আলী জমির পাকা ধান কেটে মড়াই করে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ইউনিয়ন ছাত্রলীগ নেতা নূরনবী চৌধুরী শুভ জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কৃষকের ধান কেটে দেয়ার জন্য। সেই নির্দেশনা অনুযায়ী ভোলার বর্শিয়ান রাজনীতিবিদ সাবেক বানিজ্য মন্ত্রী জননেতা জনাব তোফায়েল আহম্মেদ এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের তত্ত্বাবধানে এবং ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান ও সাধারন সম্পাদক হাসিব মাহম্মুদ হিমেলের দিকনির্দেশনায় রাজাপুর ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা গরীব কৃষক খুঁজে তাদের ধান কেটে দিচ্ছে।
ছাত্রলীগ নেতা সালমান জানান,বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ সব সময় মানবিক কাজে এগিয়ে রয়েছে। আমরা প্রায় ১০-১৫ জন ছাত্রলীগের নেতা-কর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছি। এছাড়াও করোনার দুর্দিনে অসহায়দের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী সহায়তা, মাস্ক বিতরণ করার চেষ্টা করেছি। প্রাকৃতিক দুর্যোগ ও যেকোন বিপদে পাশে থেকে কাজ করতে ছাত্রলীগ সবসময় প্রস্তুত।
ধান কাটার সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরনবী চৌধুরী শুভ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালমান জমাদার, সদস্য আজাদ আহম্মেদ, রাসেল হোসেন, মনোয়ার পালোয়ান, ফাহিম পালোয়ান, রিয়াদ হোসেন,মোঃ রনি,মোঃ নাহিদুল ইসলাম প্রমূখ।
