দৈনিক ভোলা সময় নিউজ।
বিশেষ প্রতিনিধি,
স’ম্প্রতি এক কাশ্মীরি যুবকের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে নাকি দে’খতে একেবারে শাহরুখ খানের মতো, তেমনটাই দা’বি করা হয়েছে বেশ কিছু আন-ভ্যারিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে।
ফেসবুকেও অনেকেই এই ছবি পোস্ট করছেন, ‘কাশ্মীরে শাহরুখের হামশকল রয়েছে’, এমন ক্যাপশন দিয়ে। বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমেও এই খবর প্র’কাশিত হয়েছে।
তবে হিন্দুস্তান টাইমস জা’নায়, এই ভাইরাল ছবির পেছনের সত্যতা কিন্তু একদম ভিন্ন। এটি মোটেই শাহরুখ খানের মতো দে’খতে কাশ্মীরি যুবক নন, বরং ‘ফেসঅ্যাপ’ নামক একটি ফটো এডিটিং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করা ছবি, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকনোলজির সুবাদে সহজেই তৈরি করা যায়।
আবিদ মীর মাগামি নামের এক টুইটার ইউজার এই ছবি পোস্ট করেছিলেন। এই কাশ্মীরি যুব কংগ্রেস নেতা এবং সমাজক’র্মী জা’নান, এই ছবি নিয়ে কোনো ত’থ্য নেই তার কাছে। আমিও চেষ্টা চালাচ্ছি এর খোঁ’জ লা’গাতে। তবে এখনো কোনো ত’থ্য পাইনি।
ফেসঅ্যাপের টিনএজ ফিল্টার ব্যবহার এই ছবি তৈরি করা হয়েছে। যা ব্যবহার করে আপনিও এই ধ’রনের ইমেজ সহজেই তৈরি ক’রতে পারবেন।
তবে শাহরুখের মুখের আদলের স’ঙ্গে ভীষণরকম মিল রয়েছে, এমন মানুষ পৃথিবীতে বিরল তা নয়। জর্ডানের এক পেশাদার ফটোগ্রাফারের মুখের স’ঙ্গে শাহরুখ খানের অদ্ভুত মিল রয়েছে! তার নাম আক্রম আল ইসানি।