কে এই ভয়ঙ্কর শীর্ষ মাদক সম্রাট দ্বীন ইসলাম মেম্বার।

0
27

কে এই ভয়ংকর শীর্ষ মাদক সম্রাট দ্বীন ইসলাম মেম্বার

মিলি সিকদার ঃ ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার দ্বীন ইসলাম, তার এলাকায় দুর্দান্ত তান্ডব চালাচ্ছে। ইউপি নির্বাচনে হেরে তার মতিভ্রম হয়েছে, তথ্যসূত্রে জানা যায়, সদরঘাট এলাকায় একসময় তিনি শীর্ষ সন্ত্রাসী ছিলেন। এই সাবেক মেম্বার, সদরঘাট এলাকায় একসময় তিনি মদ ও নারীর ব্যবসা করত। সে সময় পুলিশের হাতে একাধিক বার আটক হয়েছে এই মেম্বার। এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান দ্বীন ইসলাম ইয়াবা ব্যাবসার সাথে জড়িত।সম্প্রতি খোঁজ নিয়ে জানা যায় দ্বীন ইসলাম তার বাসার সামনে করাত কল চালায়।সরেজমিনে গিয়ে দেখা যায় তার করাত কলের কোন বৈধ কাগজপত্র নেই। সংবাদকর্মীরা তথ্যের ভিত্তিতে খোঁজ নিতে ঘটনাস্থলে গেলে দ্বীন ইসলাম মেম্বার উক্ত করাত কলের ব্যাপারে কোন তথ্য দিয়ে দিয়ে সহায়তা করেননি।বরং তিনি সংবাদকর্মীদের কে ৩০ জন লোক দিয়ে অবরুদ্ধ করে রাখেন। এবং সংবাদ কর্মীদের উপর অনেক চড়াও হয় এবং তাদের নামে মামলা দেওয়ার হুমকি প্রদান করেন। এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা এই দিন ইসলাম মেম্বার এর ডান হাত ইব্রাহিম হত্যার দুর্ধর্ষ খুনি জাহাঙ্গীর,ও মালেক গণমাধ্যমকর্মীদের কে হত্যার হুমকি দেন। দ্বীন ইসলামের ভাতিজা নিষাদ গণমাধ্যমকর্মীদের অনুমতি ছাড়াই তাদের ভিডিও ফুটেজে ধারণ করেন। এই দ্বীন ইলাম মেম্বার এলাকায় অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে এলাকায় তার ক্ষমতার বিস্তার ঘটাচ্ছে আর নিজেকে পরিচয় দিচ্ছে বোরহানউদ্দিন থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদে তিনি আছেন তাকে কেউ কিছু করতে পারবে না।বোরহানউদ্দিন বনবিভাগের রেন্জ কর্মকর্তা আলাউদ্দিন বলেন, দ্বীন ইসলামের করাতকলের প্রয়োজনীয় কাগজপত্র নেই। আমরা এটিকে এর আগে উচ্ছেদের আওতায় এনেছিলাম। এরপরেও দ্বীন ইসলাম যদি করাত-কল চালায় আমরা এর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান সহ আইনানুগ ব্যবস্থা নিব।

পূর্ববর্তী খবরকে এই ভয়ঙ্কর শীর্ষ মাদক সম্রাট দ্বীন ইসলাম মেম্বার।
পরবর্তী খবরভোলা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে দলীয় কার্যালয় বঙ্গবন্ধুর-১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।