কভিড-১৯ পরিস্থিতির কারণে বাংলাদেশ ভারত সীমান্ত ১৪ দিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।।

0
6

কভিড পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার সরকারের উচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিন সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

এদিকে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দিশটির বিভিন্ন প্রান্তে সৃষ্টি হয়েছে অক্সিজেনের চরম সংকট। জ্বালানো হচ্ছে গণচিতা। জায়গা মিলছে না হাসপাতালের মর্গে। জানা গেছে, ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করায় সরকার এই পদক্ষেপ নিয়েছে। দেশটির সঙ্গে কাল সোমবার থেকে স্থল পথে চলাচল বন্ধ থাকবে ১৪ দিন।

এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গণমাধ্যমকে বলেন, ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত হয়েছে। এই ১৪ দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।

পূর্ববর্তী খবরআজও সারাদেশের তাপমাত্রা বাড়বে!
পরবর্তী খবরভোলা লালমোহনে মা-মেয়ে দুই জনই হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ।