নিউজ ডেক্স,
ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ সোমবার (১২ এপ্রিল) ০৭.৩০ ঘটিকায় ভোলা পুলিশ লাইন্সে জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়ের নির্দেশনা মোতাবেক জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলার তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ভোলার পরিচালনায় জেলা পুলিশের সকল ইউনিটের ১৫০জন পুলিশ সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী ”রায়ট কন্ট্রোল”প্রশিক্ষনের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কোর্সে জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা রায়ট কন্ট্রোল টেকনিকস, শটগান, গ্যাস গান, বিভিন্ন ধরনের কার্তুজ, গ্যাস সেল, হ্যান্ডগ্রেনেড ,সাউন্ড গ্রেনেড এবং এগুলোর ব্যবহার সংক্রান্তে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলপ্রয়োগের মাত্রা, আইনগত কর্তৃত্ব, প্রাক রায়ট কন্ট্রোল, রায়ট কন্ট্রোল টেকনিকস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ উপস্থিত পুলিশ সদস্যদের স্ট্রেনদেনিং এক্সারসাইজ, রায়ট প্রুফ এবং বিভিন্ন ফর্মেশন সম্বন্ধে বাস্তব জ্ঞান, প্রাক রায়ট কন্ট্রোল, রায়ট কন্ট্রোল টেকনিকস, শটগান ,গ্যাস গান, বিভিন্ন ধরনের কার্তুজ, গ্যাস সেল, হ্যান্ডগ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং এগুলোর ব্যবহার সংক্রান্ত বিস্তারিত আলোচনা, গ্রেফতারের পদ্ধতি, হ্যান্ডকাফ ব্যবহার, বল প্রয়োগের মাত্রা, আইনগত কর্তৃত্ব, নির্দেশ প্রদানের ক্ষমতা, অস্ত্র প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের অস্ত্র সম্পর্কিত তথ্য, ফায়ারিং টেকনিক, কার্যকরী দূরত্ব, লেভেল অফ ইনজুরি ইত্যাদি বিষয় সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে প্রশিক্ষন প্রদান করেন।
প্রশিক্ষণ কোর্সে অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) জনাব মোঃ আব্বাস উদ্দিন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাব দেবজিত পাল, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাব কপিল দেব গাইন, আরআই পুলিশ লাইন্স ভোলা সহ জেলা পুলিশর সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
কনস্টেবল