কথিত মানবাধিকার কর্মী ও জ্বীনের বাদশা আমিনুলের বিরুদ্ধে পুলিশ সদস্য সুমি আক্তার এর সংবাদ সম্মেলন।

0
29

বিশেষ প্রতিনিধি, মোঃ সাদমান সায়েম।

গত ১১ তারিখের বোরহানউদ্দিনের মানববন্ধনের পর আবারো সেই কথিত মানবাধিকার কর্মী ও জিনের বাদশা আমিনুলের বিরুদ্ধে পুলিশ সদস্য সুমি আক্তার এর সংবাদ সম্মেলন। সম্মেলনে লিখিত বক্তব্যে সুমি আক্তার বলেন এই ভূয়া জিনের বাদশা আমিনুল আমার কাছ থেকে এবং আমার শ্বশুরের কাছ থেকে বিভিন্ন মিথ্যা ভয়-ভীতির মাধ্যমে, আমি সুস্থ হয়ে যাব এবং এই কাজ সেই কাজ না করলে আমি গলা দিয়ে রক্ত উঠে মরে যাব সহ বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে আমাদের কাছ থেকে সর্বমোট ২৯ টি বিকাশ নাম্বারে ১৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

সুমি আক্তার তার লিখিত সংবাদ সম্মেলন বক্তব্যে বলেন যে আমি শারীরিকভাবে একটি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলাম। তখন এই রোগ সম্পর্কে আমি ফেসবুকের মাধ্যমে প্রতারক আমিনুলের মোবাইল নাম্বার ও তথ্য পাই, আমি ওর কাছে একটি ফোন দিয়ে জানতে চাই এই রোগ সম্পর্কে সে কি ধরনের চিকিৎসা প্রদান করেন। তাহার পরে উনি আমাকে ছলেবলে কৌশলে আমার কাছে ১০ হাজার টাকা দাবি করে চিকিৎসা প্রদান করা বাবদ। আমি বিকাশের মাধ্যমে তাকে দশ হাজার টাকা প্রদান করি এবং সে তারপরে থেকে একাধিক মোবাইল নাম্বারে আমাকে ফোন দিয়ে একটি মন্তর শিখান এবং বিভিন্ন ছলনার মাধ্যমে আমাকে গুপ্তধন দিবেন এবং আমি এই কাজ না করলে আমার এই ক্ষতি সেই ক্ষতি হবে বিভিন্ন ভয়-ভীতি প্রদান করেন। আমি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি আমি কারো সাথে বিষয়টি শেয়ারও করতে পারিনি সে পর্যায়ক্রমে আমার থেকে ২৯ টি বিকাশ নাম্বার এর মাধ্যমে এবং আমার শ্বশুরের থেকেও মিলে সর্বমোট ১৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এই বিষয়টি গত ১২ তারিখে আমি তাহার বিরুদ্ধে নিউজ পরিবেশন দেখে আমি তাদের কাছে ফোন দিয়ে তার ঠিকানা জেনে আজকে ভোলা সদরে আসতে সক্ষম হয়েছি। তাই আমি আপনাদের সংবাদ কর্মীদের মাধ্যমে দেশবাসী কাছে আমার একটি বিনীত আরজ যে আমার মত যেন কেউ এইরকম প্রতারকের প্রতারণার খপ্পরে না পড়েন, এবং আপনাদের নিউজের মাধ্যমে প্রশাসন সহ ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় স্যারের কাছে বিনীত আবেদন আমি যাহাতে আমার কাছ থেকে প্রতারণা করে আমিনুল যে টাকাগুলো নিয়েছেন সেই টাকা যাতে ফেরত পেতে পারি সেই ব্যবস্থা করার বিনীতভাবে অনুরোধ করছি।

পূর্ববর্তী খবরভোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন।
পরবর্তী খবরভোলার বোরহানউদ্দিনে শিক্ষক দম্পতির উপর হালমার প্রতিবাদে মানববন্ধন // অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি।