ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ভোলায় যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন।

0
19

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ভোলায় যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন।

স্টাফ রিপোর্টার

ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ। দিবসটি উপলক্ষ্যে ভোর ৬:৩০ ঘটিকায় জেলা যুবলীগ কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে সংগঠনটি। বেলা ১১টায় মুসলিম যুবলীগ কার্যালয় থেকে জেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী হোন্ডা শোভাযাত্রা ও মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পন করে। দুপুর ১২টায় দিবসটি স্বরনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহিনের সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাইনুর রহমান তুহিন মোল্লা, রাজিব হাসান লিপু, এজেডএম মনিরুল ইসলাম, এড. গিয়াস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাখাওয়াত হোসেন রনি, যুগ্ম সম্পাদক ঈসমাইল হোসেন নয়ন, মেহেদী হাসান সোহেল প্রমুখ।

পূর্ববর্তী খবরভোলায় শিশুর বিয়ের গুজব ছড়ানোর অপরাধে মামলা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে।
পরবর্তী খবরঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ভোলায় বিচার বিভাগের আলোচনা সভা।