
ঐক্যবদ্ধ হয়ে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান
ইকবাল হোসেন রাজু,
পঞ্চম ধাপে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এক পথসভা করেছে ভোলা জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১নং রাজাপুর ও ২নং পূর্ব ইলিশা ইউনিয়নে এ পথসভা অনুষ্ঠিত হয়।
রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি নজু জমাদার ও ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আবু সাইদের সভাপতিত্বে। উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালণায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিসহ দুই ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা।
বিকেল ৪টায় রাজাপুর ইউনিয়নের ওবায়দুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ও উপজেলা নেতাকর্মীরা বলেন, ১নং রাজাপুর ইউনিয়নকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ৫ জানুয়ারি নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
দল থেকে সদ্য বহিষ্কৃত হওয়া স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মিঠু চৌধুরীর বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা তোফায়েল আহমেদের কথা অমান্য করে যাঁরা বিদ্রোহী প্রার্থী হিসেবে নিজেদেরকে ঘোষণা দিয়ে নৌকার বিপক্ষে গিয়ে নির্বাচন করছেন। তাঁরা তা ঠিক করছেন না। দলীয় প্রতীকের বিপক্ষে গিয়ে নির্বাচন করা এটা দলীর জন্য অবমাননাকর।
তাছাড়া মিঠু চৌধুরী গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যাঁর কারনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এবার নৌকার মনোনয়ন দেননি।
অন্যদিকে সন্ধ্যায় ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের বজলার দোকান সংলগ্ন এলাকায় এক পথসভায় নেতাকর্মীরা বলেন, দ্বীপ জেলা ভোলার অভিভাবক ভোলা-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ ইলিশাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করেছে। কোটি কোটি টাকার ব্লকের মাধ্যমে এই নেতা ইলিশা ইউনিয়নটিকে টিকে রেখেছেন। সেই ইউনিয়ন থেকে এবার নৌকা প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে আবারও ইলিশা ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশ্যে নেতাকর্মীরা বলেন, এখনো সময় আছে, যাঁরা নৌকার বিপক্ষে গিয়ে নির্বাচন করার আশাব্যক্ত করছেন, তাঁরা সকলে নেতার দিকনির্দেশনা মেনে নৌকার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।
বহিরাগতদের উদ্দেশ্যে বলেন, নৌকার সুনিশ্চিত বিজয় যাঁরা বহিরাগতদের দিয়ে বানচালের চেষ্টা করছে, তাদের দ্রুতই প্রতিহত করতে হবে।
উল্লেখ পঞ্চম ধাপে ভোলা সদর উপজেলার ১২ ইউপিতে আগামী ৫ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।
