ইশরাকসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বরিশালে মামলা গ্রেফতার ৭

0
17

এম এন আলম।

বিএনপি নেতা ও সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে প্রধান আসামি করে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বরিশালে মামলা হয়েছে শনিবার সন্ধ্যায় জেলার গৌরনদী মডেল থানায় মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী এই মামলা করেন!!

আজ শনিবার রাতে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আফজাল হোসেন এতথ্য জানান ওসি বলেন, মামলায় এরই ম‌ধ্যে এজাহার নামীয় সাতজন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে!!

পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলায় ইশরাকসহ ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনকে আসামি করা হয় মামলায়!!

মামলার অভিযোগে বলা হয়েছে ইশরাকসহ নেতাকর্মীরা গৌরনদীর মাহিলাড়া আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছেন!!

এবিষয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল রাব্বি বলেন, বিএনপি নেতা ইশরাক দলবল নিয়ে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেন এবং লোকজনকে মারধর করেন এই ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি!!

পূর্ববর্তী খবরভোলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত।
পরবর্তী খবরভোলার পশ্চিম ইলিশায় গলায় ফাঁস দিয়ে ৮ম শ্রেনীর পড়ুয়া স্কুল ছাত্রীর মৃত্যু।