ইকবাল হোসেন রাজু।
পুলিশের মাদক বিরোধী অভিযানে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে ৫ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ইলিশা ফাঁড়ির পুলিশ।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ০২.৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফাঁড়ির উপপরিদর্শক এসআই শেখ ফরিদ উদ্দিনের নেতৃত্বে ,এসআই সিদ্দিকুর রহমান,এ এসআই মাইনুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান করে ইলিশা লঞ্চ ঘাট হইতে তাদেরকে আটক করেন।
আটককৃরা হলেন ১। মোঃ রুবেল (৩২) চরফ্যাশন থানার ওসমানগঞ্জ ইউনিয়নের আঃ শহিদের ছেলে,
২।মোঃ কামরুল শেখ(২৯) বাগেরহাট জেলার চিতলমারী থানার চর শৈলদাহ গ্রামের সোলেমান শেখের ছেলে,৩।মোঃ রাসেল (২৮) কুমিল্লা জেলার,সদর দক্ষিণ থানার,নোয়াগ্রামের মোঃ শহিদ এর ছেলে।
ইলিশা ফাঁড়ির উপপরিদর্শক শেখ ফরিদ উদ্দিন জানান আটককৃত ৩ মাদক কারবারির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।