ইলিশা ফেরিঘাটে কর্ণফুলী-১ লঞ্চের ধাক্কায় স্পিডবোড সুপার সনিক লঞ্চ ও নৌকা ক্ষতিগ্রস্ত আহত-১

0
46

ইলিশা ফেরিঘাটে কর্ণফুলী-১ লঞ্চের ধাক্কায় স্পিডবোড সুপার সনিক লঞ্চ ও নৌকা ক্ষতিগ্রস্ত আহত-১

ইকবাল হোসেন রাজু,

ভোলার ইলিশাঘাটে কর্ণফুলী-১ লঞ্চের ধাক্কায় ৫টি স্পিডবোড সুপার সনিক লঞ্চ ও দুইটি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সময় এক জেলে আহত হয়েছে।
১৩ই ডিসেম্বর রাত সাড়ে ১০ টায় এই ঘটনা ঘটে।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আশা এম ভি কর্ণফুলী-১ লঞ্চ ইলিশাঘাটে প্রতিদিনের মত আজও ঘাট দিয়ে যাত্রী নামানো হয়, ঘাট থেকে ছেড়ে যাওয়ার সময় হঠাৎ ধাক্কা দিয়ে ঘাটে থাকা ৫টি স্পিডবোড সুপার সনিক লঞ্চ ও দুইটি নৌকা ক্ষতিগ্রস্ত করে, এ সময় এক জেলে আহত হয়।
ধাক্কা দিয়ে কর্ণফুলী -১ লঞ্চটি চালিয়ে চলে যায়।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি এবং ডুবে যাওয়া নৌকা, স্পিডবোড উঠিয়ে মালিকপক্ষের হেফাজতের রাখছি।
এ সময় তিনি বলেন সুপার সনিক নামের একটি লঞ্চের ও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে লঞ্চ এখান থেকে চলে যাওয়াতে কর্ণফুলী-১ লঞ্চের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী খবরশিশু সাব্বিরের -১ হাত কেটে ফেলা হয়েছে। অপরাধী রব মিয়া বলেন দুলাভাইয়ের যাকাতের টাকা দিয়ে সাহায্য করা হবে।
পরবর্তী খবরটবগী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বেলায়েত হোসেন তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।