
ইলিশায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোরটার,
ভোলা ইলিশার মেঘনায় দুদর্স চাঁদাবাজির প্রতিবাদে ও চাঁদাবাজ থেকে মুক্তির দাবিতে গতকাল ইলিশা তেমাতা মাছ ঘাটে বেড়ী বাঁধের উপর সাধারণ জেলে ও মাছ ব্যবসায়িদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত বক্তারা বলেন প্রশাসনের একটি সুনামধন্য বাহিনীর সোর্স পরিচয়ে এসব কার্যক্রম করেন তারা। মানববন্ধনে তারা বলেন কার্তিক বাবু ও কামাল ইতিপুর্বে চাঁদাবাজি মামলায় জেল খেটে আসা ও বর্তমানে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বিচারকার্য চলমান রয়েছে তথাপিও চাঁদাবাজি করতে অভিযুক্তরা বেপরোয়া ।
(বুধবার ২৩ মার্চ) বিকাল ৫টায় ইলিশার সোনাডোগী বেড়িবাঁধে এ মানববন্ধন করেন স্থানীয় জেলে ও মাছ ব্যাবশায়িরা । মাছ ব্যবসায়ি ও জেলারা অভিযোগ করে বলেন কার্তিক বাবু, কামাল,নুরুল ইসলাম এদের অত্যাচার থেকে আমরা মুক্তি চাই।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষে কার্তিক বাবুর দাবি আমরা চাঁদাবাজি করছি আমি অন্যায় করছি আমার বিরুদ্ধে প্রতিবাদ করছে আমার অন্যায় প্রুফ করার যারা আছে কর্তৃপক্ষ তারা প্রমান করবে এই হলো আমার হিসাব এর বাহিরে আমার কিছু বলার নাই ।
