
দৈনিক ভোলা সময় নিউজ।
ইলিশায় পানিতে ডুবে একেই পরিবারের দুই ভাই বোনের মৃত্যু।
বিশেষ প্রতিনিধি, ইকবাল হোসেন রাজু।
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ ইলিশা গ্রামে পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে ইলিশা কালু মিয়ার হাট সংলগ্ম মাঝি বাড়ীতে এই ঘটনা ঘটে।
মৃত্যু হেনা (৫) খোকন মাঝির মেয়ে এবং জাহিদুল (৬) জসিমের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুই চাচাতো ভাই বোন গোসল করতে গেলে প্রথমে জাহিদুল ডুবে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে হেনা ও ডুবে যায়।
পরে স্বজনরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
ইলিশা ফাঁড়ির এস আই শেখ ফরিদ উদ্দিন জানান, বিষয়টি আমি শুনেছি, খুবই হ্নদয়বিদায়ক।
