ইলিশায় আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী সরোয়ার্দী মাষ্টারকে বরণ করতে লঞ্চঘাটে হাজারো কর্মীর ঢল,
ইকবাল হোসেন রাজু
ভোলা সদর উপজেলা ২নং ইলিশা ইউনিয়নে আসন্ন ইউপি চেয়ারম্যানে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী সরোয়ার্দী মাষ্টারকে বরণ করে নিতে ইলিশা লঞ্চঘাটে হাজারো কর্মীর ঢল নেমেছে। এসময় কর্মীদের ভালোবাসায় সিক্ত হন আওয়ামী লীগ মনোনয়নের এই প্রার্থী।
সোমবার (৬ ডিসেম্বর) তিনি ঢাকা থেকে কর্ণফুলী-১৪ লঞ্চযোগে তাঁর নির্বাচনী এলাকায় আসেন।
এসময় সাধারণ জনগণ ও তাঁর দলীয় নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে ইলিশালঞ্চঘাট। জংশন বাজারে তাঁর ইউনিয়নের সাধারণ জনগণ ও তাঁর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেন তিনি।
এসময় তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি তিনি নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবেন। তাই তাঁর দলীয় সকল নেতাকর্মী ও জনগণকে মিলেমিশে কাজ করার জন্য আহবান জানান।
পরে ইলিশা ইউনিয়ন জুড়ে মোটরসাইকেল শোডাউন করা হয়।
এসময় তাঁর সাথে ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।