ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাজাপুরে বাড়িঘর ভাংচুর।

0
47

দৈনিক ভোলা সময় নিউজ।

ইকবাল হোসেন রাজু,

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলার রাজাপুরে ৩নং ওয়ার্ডের আঃসালাম ও ওহাব আলী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ারসহ ঘর বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন প্রার্থী আঃসালাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে ভোলা সদর উপ‌জেলার রাজাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (দুই) আঃসালাম মোরগ প্রতী‌কের প্রার্থী বলেন, ‘দুপুরে আমার কর্মীরা কেউ মাঠে ছিলোনা আমি নিজেও দুপুরের খাবার খেতে বসছি,এসময় ডাক চিৎকার শুনে দেখি নৌকার ও ওহাব আলীর কর্মীরা রাম দা ও লাঠি সোটা নিয়ে আমার বাড়িতে এসে বাড়ি ঘর ভাংচুর করে এবং আমার বাড়ির পাশে আমার কর্মী আবু তাহের বকশি,শাজাহান বেপারি, ও কালু খাঁ এর ঘর কুপিয়ে লন্ডভন্ড করেছে,এবং আমার বাড়িতে এসে আমার ২জন কর্মীকে আহত করেছেন। আহতদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হ‌য়ে‌ছে।’

তি‌নি আরও ব‌লেন, ‘আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। যা‌তে সবার কাছে ভোট চাইতে পারি এবং জনগণ ভোট দিতে পারে এমন পরিবেশের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।’

এ বিষয়ে জানতে টিউবওয়েল প্রতী‌কের প্রার্থী ওহাব আলী বলেন বর্তমান নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খাঁনের সাথে আমার প্রতিদন্ধি প্রার্থী আঃ সালামের বিগত নির্বাচন থেকে মামলা মোকদ্দমা চলমান,একই সাথে আমার সমর্থক বাবুল রাড়ীর সাথেও তার মামলা মোকদ্দমা চলমান, সালাম ও বাবুলের পুর্ব শত্রুতার জের ধরে বাবুলকে বিল থেকে ধাওয়া করে সালাম গ্রুপের কর্মীরা। তারা বাবুলকে পিটিয়ে গুরুতর আহত করে তার বসতঘর এলোপাথারি কুপিয়ে লন্ডভন্ড করেছেন বলে দাবি করেন ওহাব আলি। এবিষয়ে ওহাব আলীর একজন কর্মীর হাতে ধারালো অশ্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত বলেও দাবি ওহাব আলীর। স্থানীয় সাধারণ ভোটাররা বলেন গতকাল দুপুর তিনটার দিকে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ উদ্দীন জানান, এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ কর‌ছিলো। পুলিশের কার্যকরি ভুমিকায় এখন শান্ত । নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখ‌তে আমি সর্বাত্মক চেষ্টা করছি পুলিশ মোতা‌য়েন করা হ‌য়েছে

পূর্ববর্তী খবর৩ নং পশ্চিম ইলিশা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়লেন রফিউদ্দিন।
পরবর্তী খবরভোলায় নৌকার প্রার্থীর নির্বাচনী ও ক্লাব ভাঙচুরের অভিযোগ। নৌকার প্রার্থীর ধাওয়া খেয়ে স্বতন্ত্রপ্রার্থী পুলিশ তদন্ত কেন্দ্রে আশ্রয়।