ইউনিফর্ম পরে মা বাবাকে স্যালুট করে ভাইরাল পুলিশ।

0
12

ভোলা সময় নিউজ।

বিশেষ প্রতিনিধি,

ইউনিফর্ম পরে মা-বাবাকে স্যালুট করে ভাইরাল পুলিশ।

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার ছেলে এস.এম শরিফুজ্জামান। সদ্য নিয়োগ পেয়েছেন পুলিশ উপপরিদর্শক হিসেবে। ইউনিফর্ম পরেই স্যালুট ও সালাম করেন তার মা-বাবাকে। সেই ভিডিও প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। ঘটনা নজর কেড়ে নেয় নেটিজেনদের। আর বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বর্তমান ও সাবেক পুলিশ কর্তারা।

এস.এম.শরিফুজ্জামান সারদার পুলিশ একাডেমিতে এক বছরের প্রশিক্ষণ শেষে যখন বাড়ি ফিছিলেন, তখনি ভাবনা একটু চমকে দেবেন মা-বাবাকে। সেই ভাবনা থেকেই ইউনিফর্ম পরে, প্রথম স্যালুট করেন তার বাবা- মাকে। সংরক্ষণ করে রাখার জন্য ভিডিও প্রকাশ করেন ফেইসবুকে।

এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন পুলিশের সদস্যরা। আর প্রশিক্ষণ সমাপনীর দিন যেন সব অভিবাবকদের অনুষ্ঠানে রাখা হয় এমন দাবিও তাদের।

বিষয়টিকে ইতিবাচ দেখছেন সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহনান।

আমরা চাই প্রত্যেক মা-বাবার সঙ্গে সন্তানদের ভালোবাসা থাকো কিভাবে।

পূর্ববর্তী খবরমুজিব বর্ষ উপলক্ষে আরো নতুন ঘর পাচ্ছে সাড়ে ৫৩ হাজার পরিবার।
পরবর্তী খবরভোলা মানব কল্যাণ যুব সংঘ এর যুগ্ন আহবায়ক এর জন্মদিনে শুভেচ্ছা।