
স্টাফ রিপোর্টার,
ইউএনও`র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলেন মাদ্রাসা ছাত্রী। ২০ হাজার টাকা জরিমানা—-
ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার সাইফুর রহমানের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলেন এক মাদ্রাসা ছাত্রী ।
ওই ছাত্রী উপজেলার টবগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ মিরাজের কন্যা লামিয়া আক্তার (১৪)।
লামিয়া দালালপুর এস জে পাড়া মহিলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী।ইউএনও জানান, বাল্য বিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ৩ টার দিকে পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান তারা । এ সময় বাল্য বিহাহের অনুষ্ঠান করা ও প্রস্তুতি নেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর ও কণে উভয় পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ।
