আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত।

0
7

বরিশাল রেঞ্জের এপ্রিল/২০২২ ইং মাসের শ্রেষ্ থানা ইনচার্জ হলেন জনাব মোঃ এনায়েত হোসেন, অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, ভোলা।

আজ মঙ্গলবার ১০ মে ২০২২ ইং বরিশাল রেঞ্জের অফিস সম্মেলন কক্ষে বরিশাল রেঞ্জের এপ্রিল/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ,বরিশাল মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বরিশাল রেঞ্জাধীন সকল ইউনিটের কর্মদক্ষতা ও পুলিশি কার্যক্রমের এবং নিজের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করাতে, সাফল্যের বিবেচনায় সাতটি ক্যাটাগরিতে পুরুষ্কার প্রদান কারা হয়।
যার মধ্যে ভোলা জেলা পুলিশ ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এরই মধ্যে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের উপর অর্পিত দায়িত্ব ন্যায়-নীতির সাথে চৌকস এবং বুদ্ধিমত্তার ধারা পালন করে সফলতার স্বাক্ষর রেখেছেন সেই অফিসার ইনচার্জ জনাব মোঃ এনায়েত হোসেনকে আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ সহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী খবরবরিশাল রেঞ্জের এপ্রিল মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ভোলা।
পরবর্তী খবরভোলার বাপ্তায় পুলিশের ক্ষমতা দেখিয়ে বৃদ্ধার জমি জবর দখলের অভিযোগ।