ভোলা সময় নিউজ।
বিশেষ প্রতিনিধি, সাদমান আলম সায়েম
আজ ৬ ই মে বিকেলে ভোলা সদর রোডস্থ বিএফজি চাইনিজে ভোলা পৌর আওয়ামীলীগের পক্ষ হইতে, বিশ্ব মহামারী করোনাভাইরাস ও আগামী ঈদুল ফিতর উপলক্ষে এক আলোচনা সভা ও পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, জনাব মোঃ নাজু মোল্লা, সাধারণ সম্পাদক, শাহ মোহাম্মদ আলী নেওয়াজ পলাশ,
যুগ্মসাধারণ সম্পাদক, ১/মোঃ নাসু,২/যুগ্মসাধারণ সম্পাদক, মোঃ ইশরাক হোসেন রিপন, ৩/যুগ্মসাধারণ সম্পাদক, মোঃ নুরে আলম,সাংগঠনিক সম্পাদক, রবিস্বর ,সহ দপ্তর সম্পাদক এবং প্রত্যেক ওয়ার্ড শাখার সভাপতি সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন। পরে উক্ত অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক তার এক বক্তব্যে বলেন যে বিশ্ব মহামারী করোনাভাইরাস আমাদের জীবন যাপন চেঞ্জ করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আল্লাহ যেন সকলকে ভাল রাখেন, এবং আমাদের পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ হোসেন, উনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আল্লাহর অশেষ রহমতে উনি এখন ভালো আছেন সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের প্রান প্রিয় নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয় সুস্থতা কামনা করে উনি ওনার বক্তব্য শেষ করেন। পরিশেষে পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি তার শুভেচ্ছা বক্তব্য সকলের কুশল বিনিময় করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলে আগামীতে রাজনৈতিক কোনো নির্দেশনা আসলে সকলকে অবগত করাবেন এবং দেশের প্রয়োজনে আমরা সবাই আমাদের প্রান প্রিয় নেতার নির্দেশনা মোতাবেক কাজ করব এই আশাবাদ ব্যক্ত রেখে উনি ওনার বক্তব্য শেষ করেন।
পরিশেষে ইফতারের পূর্বক্ষণে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে বিশ্বের মুসলিম জাতির মঙ্গল কামনা করে এবং আমাদের প্রান প্রিয় নেতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত শেষ করে ইফতারের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ করা হয়।