আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী যাচাইয়ে মাঠে আওয়ামী লীগের বিশেষ টিম!!
——————
অনলাইন টেক্স,
পাঁচটি তথ্য নির্বাচনী এলাকা থেকে নেওয়া হচ্ছে-তার মধ্যে রয়েছে!!
১. এলাকায় জনগণের কি অবস্থা এবং এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড কতটুকু হয়েছে!!
২. বর্তমান এমপির জনপ্রিয়তা কতটুকু-তার সঙ্গে জনগণের সম্পর্ক কেমন এবং তিনি এলাকায় তার ইমেজ কতটুকু ধরে রেখেছেন!!
৩. নতুন কোনো প্রার্থী আছে কিনা-তিনি প্রার্থী এলাকায় কি কাজ করছেন এবং তার গ্রহণযোগ্যতা এলাকায় কতটুকু!!
৪. অন্যান্য রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন এবং তাদের জনপ্রিয়তা এবং অবস্থান কি!!
৫. নির্বাচনে যে অঙ্গীকারগেুলো করা হয়েছে, সে অঙ্গীকার কতটুকু পূরণ করা হয়েছে এবং কতটুকু বাকি রয়েছে-দুই বছর সময়সীমার মধ্যে ওই অঙ্গীকারটুকু পূরণ করা সম্ভব কিনা!!
মূলত এই পাঁচটি তথ্য যাচাই-বাছাই করার জন্য দু’টি আন্তর্জাতিক জরিপ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা গত জানুয়ারি মাস থেকে মাঠে কাজ করছে-আগামী এপ্রিলের মধ্যে মাঠ জরিপের কাজ শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এবং এই মাঠ জরিপ চূড়ান্ত করার পর জুন-জুলাই নাগাদ এই দুটি জরিপ সংস্থা একটি চূড়ান্ত প্রতিবেদন আওয়ামী লীগ সভাপতির কাছে জমা দিবেন!!