আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলা জেলায় বিভিন্ন ইউনিয়নে শিক্ষিত সৎ প্রার্থী দেখা যাবে।

1
17

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলা জেলায় বিভিন্ন ইউনিয়নে শিক্ষিত সৎ প্রার্থী দেখা যাবে।

সুবর্ণা চৌধুরী
ভোলা জেলা চরফ্যাশন উপজেলা এওয়াজপুর‌‌ ইউনিয়ন পরিষদে -আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক এলাকার গরিব-দুঃখী অসহায় মানুষের বন্ধু, ‌ দল-মত নির্বিশেষে জনাব নাজিম সাহেব কে দেখতে চায় এওয়াজপুর‌ ইউনিয়নের সর্বস্তরের জনগণ। উক্ত ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায় জনাব নাজিম সাহেব নিজের অর্থায়নে বহু উন্নয়নমূলক কাজ করেছেন‌ যাহা স্মরণীয় হয়ে থাকবে বহুকাল , ইহাতে এলাকার জনগণের হৃদয়ে তিনি ঠাঁই করে নিয়েছেন আগামী নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান হওয়ার।

পূর্ববর্তী খবরতোফায়েল আহমেদ না থাকলে ৭ মার্চের তাৎপর্য জানতে পারতাম না- রাসেল আহমদ মিয়া।
পরবর্তী খবরমদনপুর পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার, আহত-২,

1 মন্তব্য

Comments are closed.