আকরাম খান হাসপাতালে ভর্তি!

0
18

ভোলা সময় নিউজ,

কয়েকদিন আগেই নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। এবার বাড়তি সতর্কতা হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয় সাবেক এই ক্রিকেটারকে।

আকরাম খানের সহধর্মিনী সাবিনা আকরাম গণমাধ্যমকে বলেন, ‘করোনা পজিটিভ হওয়ার পর আকরামের বাসায় চিকিৎসা চলছিল। কিন্তু কদিন ধরে কাশির পরিমাণ একটু বেড়ে গিয়েছিল। আরও কিছু টেস্ট করানোর পর চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা বেশ ভালো পর্যায়ে আছে।’

স্পেশালাইজড হাসপাতালে ডা. মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন তিনি। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে সাবিনা আকরাম দোয়া চেয়েছেন।

পূর্ববর্তী খবরদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৯৪ জনের মৃত্যু!
পরবর্তী খবরসিটি স্ক্যান করতে হাসপাতালে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে!