আঁধারে পুকুরের মাছ এবং গাছের কাঁঠাল কাটার অভিযোগ খোকনের বিরুদ্ধে।

0
2

আঁধারে পুকুরের মাছ এবং গাছের কাঁঠাল কাটার অভিযোগ খোকনের বিরুদ্ধে

ভোলা প্রতিনিধি :ভোলা সদর উপজেলার ৮ নং আলীনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছিফলী গ্রামে ক্রয়-কৃত জমির পুকুরের মাছ এবং গাছের কাঁঠাল নেওয়ার অভিযোগ উঠেছে নাজিমুদ্দিন বাড়ির নাজিমুদ্দিন খোকনের বিরুদ্ধে।

স্থানীয়রা জানায়– জাকির হোসেন(৫০);পিতা :নূর মোহাম্মদ (মৃত) প্রবাসে থাকাকালীন একই বাড়ির নাজিমউদ্দিন খোকন(৪৫);পিতা :খোরশেদ আলম(মৃত) থেকে ১৪শতাংশ জমি ক্রয় করেন।কিন্তু খোকন নানা ছলচাতুরিতে জমি ভোগ-দখলে হয়রানি করেন। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা সমাধান করে দিলেও খোকন তা মানতে নারাজ।খোকনের এমন কর্মকাণ্ডে বিব্রত স্থানীয়রা।

এ নিয়ে জাকির হোসেন সাংবাদিকদেরকে অভিযোগ করে বলেন -১৯৯৬ সালে আমি খোকন থেকে ১৪ শতাংশ জমি ক্রয় করি।পরবর্তীতে সে আমাকে এই জমি দিতে অস্বীকৃতি জানায়। তখন অত্র ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্য সহ এসে জমি মেপে আমার অংশ বুঝিয়ে দিলে আমি কাঁটাতার এবং পিলার দিয়ে বেড়া(আটকানো) দেই।কিন্তু সে চেয়ারম্যান মেম্বারের রায়কে অমান্য করে আমার জমির কাঁটাতার ছিড়ে ফেলে,মাছ ধরে নিয়ে যায়,আধারে কাঁঠাল নিয়ে যায়।আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জাকির হোসেনের পিলার এবং কাঁটাতার দিয়ে আটকানো জমির কাঁটাতার ছিড়ে ফেলে রেখেছে এবং গাছের কাঁঠাল কাটার অংশ দেখা গিয়েছে।

প্রত্যক্ষদর্শী ইয়াছমিন বেগম (৪৫) জানায়-আমি ফজরের নামাজ পড়ে দেখি তারা মই দিয়ে কাঁঠাল কাটতেছে এবং মাছ ধরে নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত নাজিমুদ্দিন খোকন বলেন–আমার পুকুরের মাছ আমি নিয়েছি। তবে কাঁঠাল নেওয়ার বিষয়টি আমি জানিনা। এছাড়াও তার কাছে জমি সংক্রান্ত প্রশ্নের কোন সদুত্তর পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একাধিক ফোন করলে তাকে পাওয়া যায়নি।

পূর্ববর্তী খবরপ্রকল্প বাস্তবায়ন করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতায় আনতে হবে -ভোলায় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ।
পরবর্তী খবরআঁধারে পুকুরের মাছ এবং গাছের কাঁঠাল কাটার অভিযোগ খোকনের বিরুদ্ধে।