ভোলা সময় নিউজ,
বিশেষ প্রতিনিধি, সাদমান সায়েম।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) ভোলা জেলা শাখার সম্মানিত সভাপতি, কর্পোরাল মোঃ নুরে আলম (অব:) কে, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য সকলকে ভোলা জেলা কমিটির পক্ষ হইতে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনারা ভোলা জেলা কমিটিকে অধিক মূল্যায়িত করাতে ভোলা জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে এই সংগঠনকে সমুন্নত ও সম্মানিত করার লক্ষ্যে জেলা কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কল্যাণার্থে নিরলসভবে কাজ করব এটাই আমাদের প্রতিজ্ঞা।
আমাদের মনে প্রাণ বিশ্বাস যে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে, কারণ আমরা সরকারের রিজার্ভ ফোর্স দেশ ও জাতির কল্যাণে আত্মমানবতার সেবায় কাজ করার জন্য আমরা সর্বদা প্রস্তুত।