অসকস বাংলাদেশ ভোলা জেলা কমিটির আজ মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।

0
44

ভোলা সময় নিউজ।

বিশেষ প্রতিনিধি, মোঃ সাদমান সায়েম।

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি, অসকস বাংলাদেশ ভোলা জেলা কমিটির আজ মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সার্জেন্ট মোঃ আশরাফুল ইসলাম (অব:) জেলা কমিটির সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিটিং এর কার্যক্রম শুরু করা হয়।

উক্ত মাসিক মিটিংয়ে সভাপতিত্ব করেন ভোলা জেলা কমিটির সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্পোরাল মোঃ নুরে আলম এএমসি (অব). এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সম্মানিত উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মোঃ আব্দুল হাই সাহেব,

মিটিংটি সঞ্চালনা করেন জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কর্পোরাল মোঃ নাছির উদ্দিন (অব:), আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ হারুন-অর-রশিদ, অর্থ সম্পাদক সার্জেন্ট মোঃ শেখ ফরিদ, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, জেলা কমিটির সহ-সভাপতি ১ সার্জেন্ট মোঃ মোশারফ হোসেন, সহ-সভাপতি ৩ সার্জেন্ট মোঃ আব্দুল হক, ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ আবুল কালাম, চরফ্যাশন উপজেলার সভাপতি সার্জেন্ট মোঃ একরামুল হক, দৌলতখান উপজেলার সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির বিভিন্ন পদের সহযোদ্ধা ভাইয়েরা।

উক্ত মাসিক মিটিংয়ে অসকস বাংলাদেশ কমিটির সকল কার্যক্রম এবং ভোলা জেলা কমিটির কার্যক্রম কে বেগবান করার লক্ষ্যে আমরা সকলেই একযোগে হয়ে আত্মমানবতার সেবায় কাজ করব বলে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই বলে প্রকাশ করেন। পরিশেষে মিটিং এর সকল কার্যক্রম শেষে চা-নাস্তার মাধ্যমে মিটিং এর সমাপ্তি হয় এবং আগামী মাসের মিটিং ১৫ জুনে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন!! সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভাপতি মিটিং এর সমাপ্তি ঘোষণা করেন!

 

পূর্ববর্তী খবরশিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।
পরবর্তী খবরবাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন ভোলা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।