অসকস বাংলাদেশ এর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া ও পুস্পমাল্য অর্পণ।

0
131

বিশেষ প্রতিনিধি, মোঃ সাদমান সায়েম।

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ, এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতির নেতৃত্বে বাঙালির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া ও পুষ্পমাল্য অর্পণ।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস-বাংলাদেশ) কেন্দ্রীয় কমিটির সভাপতির নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে মাগফেরাত কামনা করছে। উক্ত দোয়া অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি বিন্দু সাংগঠনিক সম্পাদক অর্থ বিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জ জেলার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশ জাতি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ রচনা কল্পে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা সরকারের রিজার্ভ ফোর্স হিসাবে অবসরকালীন সময় আত্মমানবতার সেবায় নিয়োজিত আছেন। জয় বাংলা

পূর্ববর্তী খবরভোলায় ব্যাচ ৯৩’র বন্ধুদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত।
পরবর্তী খবরভোলায় পাসপোর্ট অফিসের দালাল গ্রেফতার।