অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ ভোলা জেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত

0
46

দৈনিক ভোলা সময় নিউজ।
বিশেষ প্রতিনিধি, মোঃ সাদমান সায়েম।

আজ ১৫ এই সেপ্টেম্বর ২০২১, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) ভোলা জেলা কমিটির মাসিক মিটিং জেলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলার ধর্মবিষয়ক সম্পাদক সার্জেন্ট মোঃ আশরাফুল আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক মিটিংয়ে সভাপতিত্ব করেন জেলা কমিটির সম্মানিত সভাপতি, কর্পোরাল অবসরপ্রাপ্ত সাংবাদিক ডা: মোঃ নুরে আলম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত মোঃ রফিকুল আমিন,
সভা পরিচালনা করেন জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কর্পোরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নাসির উদ্দিন, আরো বক্তব্য রাখেন জেলা কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ হারুন-অর-রশিদ, জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সার্জেন্ট মোঃ শেখ ফরিদ,
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্মানিত সহ-সভাপতি গন এবং দৌলতখান উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক সহ জেলা কমিটির এবং জেলা সদর উপজেলার সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণ।
সভায় জেলা কমিটির সম্মানিত সভাপতি তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। তথাপিও আমরা বাংলাদেশ সরকারের রিজার্ভ ফোর্স সরকারের প্রয়োজনে সরকার যেকোনো সময় আমাদেরকে ডাকলে আমরা প্রস্তুত আছি, কারণ আমরা দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করার জন্য সেই তরুণ বয়সে সশস্ত্র বাহিনীতে যোগদান করেছি এবং আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শপথ করেছি আমরা, সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে। এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হই আমরা দেশ ও জাতির জন্য কাজ করার জন্য সর্বদা প্রস্তুত।
তাই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা আমরা ভোলা জেলায় সকল সদস্য মিলে একতাবদ্ধ হয়ে মিলেমিশে আমাদের সকল ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করার জন্য আমরা এগিয়ে যাই। আমাদের কোনো সদস্য বাইরা যদি দেশের কোন দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত হন বা কোন ঝামেলায় পড়েন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সবাই আপনাদের সাথে থেকে ভুলত্রুটির অবসান ঘটিয়ে আমরা দেশ ও জাতির কল্যাণে আত্মমানবতার সেবায় আপনার পক্ষে কাজ করব।
এবং যে সমস্ত সদস্যদের ছেলে মেয়ের বিবাহ অনুষ্ঠানে জেলা কমিটিকে অবগত করাবেন আমরা সবাই একটি মিলন মেলায় অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ছেলে সন্তানদের বিবাহ অনুষ্ঠিত করব।
সামনে একুশে নভেম্বর 21 শে নভেম্বর উপলক্ষে আমরা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি ভোলা জেলা কমিটি সপরিবারে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করব। আমরা ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের কে দাওয়াতের মাধ্যমে আমরা সশস্ত্রবাহিনীর সদস্যরা একটি হালকা কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই দিন সশস্ত্র বাহিনীতে যেই ধরনের কার্যকলাপ হয় আমরা সেই দিন সারাদিন সেইরকম কার্যকলাপ করব বলে আলোচনা করেন।
উক্ত সভায় জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কর্পোরাল নাসিরুদ্দিন উনি তার বক্তব্যে বলেন যে আমরা প্রত্যেক মাসে 15 তারিখে মিটিং করব আপনারা ফোনের অপেক্ষায় থাকবেন না আপনারা যথাসময়ে মিটিংয়ে উপস্থিত থাকবেন।
জেলা কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন আমরা সবাই এক হয়ে প্রত্যেক মাসের মিটিংয়ে আমরা কার্যকর করব অনেকেই দূর-দূরান্ত থেকে আসেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
পরিশেষে জেলা কমিটির সভাপতি সকলের সাথে কুশল বিনিময় এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মত মিটিং এখানেই শেষ করছেন আল্লাহ হাফেজ।

পূর্ববর্তী খবরভোলায় নানা আয়োজনে দৈনিক আমাদের সংগ্রাম এর ১ ম বর্ষপূর্তি পালন
পরবর্তী খবরভোলার তজুমদ্দিনে নিজের অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ