অবশেষে জামিন পেলেন চিত্র নায়িকা পরীমনি।

0
9

দৈনিক ভোলা সময় নিউজ।

নিউজ ডেক্স,
আজ ৩১/০৮/২১ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত মাদক মামলায় তার জামিন মঞ্জুর করেন। জামিনের ক্ষেত্রে আসামি নারী এবং তার শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় এসেছে।

জামিন শুনানিতে আসামির আইনজীবী মুজিবর রহমান বলেন, ৭ দিন রিমান্ডে নিয়ে কোনো তথ্য উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা দ্রব্য মাদক কিনা তার প্রমাণাদি মিলেনি। তিনি শারীরিকভাবে অসুস্থ। রিমান্ডে থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

তিনি আরও বলেন, পরীমণি অনেকগুলো সিনেমায় চুক্তিবদ্ধ। কারাগারে থাকায় সেগুলোর শ্যুটিং বন্ধ হয়ে আছে। মাদকের যে আইনে মামলা তাতে, নারী আসামি জামিন পেতে পারেন। জামিন পেলে তিনি কোথাও পলাতক হবে না।

পূর্ববর্তী খবরতজুমদ্দিনে পরকীয়া করতে গিয়ে ধরাপড়া ব্যাংক কর্মচারীকে রক্ষা করতে মরিয়া প্রভাবশালী মহল।
পরবর্তী খবরআওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউনুস এর জন্মদিনে বিভিন্ন মহলের শুভেচ্ছা।