অপহরণের ২১ দিনেও খোঁজ মেলেনি ৯ম শ্রেণীর ছাত্রী ঝরনা রানীর-(১৪)

0
12

দৈনিক ভোলা সময় নিউজ।

অপহরনের ২১ দিনেও খোঁজ মেলেনি
৯ম শ্রেনীর ছাত্রী ঝর্না রানীর (১৪)

ইত্তিজা হাসান মনির, জেলা প্রতিনিধি বরগুনা

বরগুনা জেলার বেতাগী উপজেলা খোন্তাকাটা লক্ষিপুরা গ্রামের সুধীর চন্দ্র হাওলাদারের নবম শ্রেনীর ছাত্রী ঝর্না রানীকে ৩ সেপ্টেম্বর পাশ্বের বাড়ীর স্লুইজ গেট থেকে কে বা কাহারা তুলিয়া নিয়ে গিয়েছে বাবা মা আত্বীয়রা কেহই জানেনা। বেতাগী থানায় ঝর্নাকে তুলিয়া নেওয়ার ঘটনা সাধারন ডায়রী করে জানালে থানা পুলিশ আসামী এখনো ধরিতে না পারলে ঝর্নার মা সাধনা রানী বাদী হয়ে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মামলা দায়ের করেন। মামলার আবেদনে জুরান মন্ডল(২৮) পিতা বিশ্বনাথ মন্ডল, সোহাগ মন্ডল (২৫)পিতা বাসু মন্ডল এবং বিধান গরামী (২৭) পিতা ভুপাল গরামী সকলের বাড়ীই বরগুনা সদর উপজেলা কুমড়াখালী গ্রামের গৌরীচন্না ইউনিয়নের ৩ নং ওয়ার্ড। মামলায় উল্লেখ করা হয়েছে আসামীরা ঝর্নার পাশ্বের বাড়ীর স্লুইজ গেট থেকে ঝর্নাকে তুলে নিয়ে গিয়েছে। অপহরন করে নিয়ে যাওয়ার পর থেকে ঝর্নাকে এখনো পাওয়া যাচ্ছেনা। দরিদ্র দিন মজুর ঝর্নার বাবা সুধীর চন্দ্র হাওলাদার বলেন আমার মেয়ে পাশ্বের বিএলবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
এ ব্যাপারে বেতাগী থানায় যোগাযোগ করা হলে তারা বলে অভিযোগ পেয়েছি, বরগুনা কোর্ট থেকে গ্রেফতারী পরোয়ানা পেয়েছি আসামী ধরার জন্য জোড় প্রচেষ্টা চলছে।

পূর্ববর্তী খবরবরগুনায় ৯ মাসের শিশুর মৃত্যু, পিয়ন থেকে শিশু বিশেষজ্ঞ ডাক্তার
পরবর্তী খবরসৌন্দর্য ও সকল সুযোগ-সুবিধা নিয়ে গড়ে উঠেছে বরগুনার কেন্দ্রীয় পৌরসভা বাস টার্মিনাল।